প্রেস বিজ্ঞপ্তি:

রবিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কক্সবাজার শাখার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নজালের উদ্যোগে ৫ম বারের মত হিমছড়ি’র সুবিধাবঞ্চিত শিশু, বয়স্ক নারী ও পুরুষের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।বিগত বছরের ন্যায় হি‌মছ‌ড়ি পাহাড়ী শীতার্তদের মাঝে শীতের হাসি ফোটাতে স্বপ্নজাল কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরন অনুষ্টানে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলা‌দেশ প‌ুলিশ নারী কল্যাণ সমি‌তি‌ (পুনাক)কক্সবাজার শাখা।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ‌বিএম মাসুদ হোসেন।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন।সন্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অা‌বিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস) ম‌সিউর রহমান,সহকারী পুলিশ সুপার (ট্রাফিক)বাবুল চন্দ্র বনিক।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, স্বপ্নজাল অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাদের এই মহতী উদ্যোগে জেলা পুলিশ ও পুনাক’র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।এসময় প্রধান অতিথি শীতে কষ্ট পাওয়া ২০০ জন শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সভা‌প‌তিত্ব করেন পুনাক’র জেলা সভানেত্রী জেন‌‌েফার রে‌বেকা।এসময় উপস্থিত ছিলেন স্বপ্নজাল সংগঠনের প্রতিষ্টাতা ও সভাপতি মোঃ সাকির আলম।তিনি বলেন,কক্সবাজার শহরের অসহায় শিশু ও দরিদ্র মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে স্বপ্নজাল স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয় ২ বছর আগে।প্রতি বছরই সুবিধাবঞ্চিত অসহায় শিশু ও দরিদ্র মানুষেরা শীতের সময়ে নির্মম কষ্ট পাই।শীতার্ত মানুষের কষ্টের সময় শীতবস্ত্র দিয়ে সহায়তা করার জন্য জেলা পুলিশ ও পুনাক’র প্রতি কৃতজ্ঞতা জানান।এসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্নজালের সাধারণ সম্পাদক শম্পা দাশ, সহসাংগঠনিক সম্পাদক সাগর দে, কার্যকরী সদস্য না‌হিম, ম‌িজানুর রহমান,সাইমন ও ম‌োবারক প্রমুখ।