শাহেদ মিজান, সিবিএন:

উখিয়ায় জাফর আলম (৫০) নামে এক টমটম চালকের মরদেহ উদ্ধার হয়েছে। জাফর রতœাপালং ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কালু’র ছেলে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রতœাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি নতুন বিট অফিস পাহাড়ের পশ্চিম দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রতœাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী মৃতদেহ উদ্ধারের তথ্য জানান।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানান, তুলাতলি স্টেশনে প্রতিদিন ইজিবাইক (টমটম) চার্জ দেয় জাফর আলম (৫০)। কিন্তু রবিবার (২৯ ডিসেম্বর) রাতে চার্জ দিতে যাননি। গাড়িটি রাস্তায় পার্কিং করা অবস্থায় থাকলেও একটি পাহাড়ের নিচে তার মরদেহ পড়ে আছে।

নিহত জাফর আলম (৫০) তার দুই ছেলে প্রবাসে আছে। কষ্ট করে সম্প্রতি আর্থিক স্বচ্ছল হয়েছে। তার সাথে কারো বিরোধ নেই বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি মো: আবুল মনসুর বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটা কি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু বোঝা যাচ্ছে না। কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’