নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুর হিমছড়ি পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত শিশু বয়স্ক নারী ও পুরুষদের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি কক্সবাজার শাখা। আর শীতবস্ত্র পেয়ে খুশি এসব শীতার্ত শিশু নারী বৃদ্ধরা।
কক্সবাজারের রামুর হিমছড়ি পাহাড়ের পাদদেশে রবিবার বিকালে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সহযোগিতায় স্বপ্নজাল শীতবস্ত্র বিতরণ করেন ঐ এলাকার দেড় শতাধিক মানুষের মাঝে। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন,কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, পুলিশ নারী কল্যাণ সমিতি কক্সবাজারের সভানেত্রী মিসেস জেনিফার রেবেকা, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস মোঃ মশিউর রহমান মণ্ডল, সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আরশিয়া ইসলাম, ফাতেমা হক জয়া, পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম প্রমুখ।