প্রেস বিজ্ঞপ্তি:
সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার আয়োজনে তিনদিন ব্যাপী বিজয়ের সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘বিজয়ের অঙ্গীকার, সাংস্কৃতিক অধিকার’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো নানা চক্রে লিপ্ত রয়েছে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে তাদের সেই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সংগঠক আব্দুল মতিন আজাদ, কক্সবাজার থিয়েটার এর সাধারণ সম্পাদক এড. তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, পংকজ বৈদ্য, জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম বাবু, মো. খোরশেদ আলম, রিদুয়ান আলী, আবুবকর সিদ্দীকি খোকন, মনির মোবারক, আজিজ উদ্দিন, অজয় মজুমদার প্রমুখ।।
কক্সবাজার তবলা ইন্সটিটিউটের তবলার ‘লহরা’ পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের উৎসবের শুরু হয়। এরপর পরই সিমুনিয়া খেলাঘর আসর, শ্রুতি আবৃত্তি অঙ্গন, জাগো বাংলাদেশ শিল্পীগোষ্ঠী, বিজয়মুখ সাংস্কৃতিক সংগঠনের গান, আবৃত্তি, নৃত্য অনুষ্ঠিত হয়। শেষে একক সংগীত পরিবেশন করেন পংকজ বৈদ্য, ইমন।
২৯ ডিসেম্বর বিজয়ের সাংস্কৃতিক সমাপনি অনুষ্ঠানে আবৃত্তি, গান, নৃত্য ও নাটক মঞ্চস্থ হবে। আজকের অনুষ্ঠানে, সুর সপ্তক সংগীতালয়, সৈকত খেলাঘর আসর, দরিয়া নগর সাংস্কৃতিক কেন্দ্র, সঙ্গীতায়তন, হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠী পরিবেশনা অনুষ্ঠিত হবে।