শাহীন শাহ, টেকনাফ:

বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় নয়াবাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আহ্বায়ক হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাস্টার ফরিদুল আলমের বিরুদ্ধে ইয়াবা ব্যবাসয়ীদের গভীর ষড়যন্ত্র থেকে মুক্ত হওয়ায় শুকরিয়া ও হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাষ্টার মোঃ জাকারিয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোছাইন, সদস্য যথাক্রমে গোলাম আকবর মেম্বার, কামাল উদ্দিন বাচু, আব্দু রহিম লালু, ইউনিয়ন আওয়াামী লীগ নেতা মাষ্টার মোঃ সিকান্দর মেম্বার, এডভোকেট নুরুল হোছাইন, ছৈয়দ হোছাইন সিকদার, জালাল উদ্দিন, মাস্টার আবুল হোছাইন, শামসুদ্দিন হ্যাডম্যান, তালেব আলী সিকদার, আব্দুস সামাদ, মমতাজ বেগম, আহমদ হোছেন, ফরিদুল আলম, ছৈয়দ হোছাইন সেলিম, জাফর আলম, নুরুল আমিন, কাজী গিয়াস উদ্দিন, আব্দুস সোবহান, আবুল হাশেম কোং, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার সিকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমূখ। এতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, সরকারের প্রসংশনীয় চলমান মাদক বিরোধী অভিযানকে বিতর্কিত করতে একটি ইয়াবা চক্র সমাজের ক্লিন ইমেজের ব্যক্তিদের নাটকীয়ভাবে ও ষড়যন্ত্রমূলক ইয়াবার সাথে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে। যা চলমান মাদক বিরোধী অভিযানকে স্থবির করতে এমন ষড়যন্ত্র করছে এ মাফিয়া দল। এরই অংশ হিসেবে হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও মেডিয়েটরস ফোরামের সহ সাধারণ সম্পাদক মাষ্টার ফরিদুল আলমকেও জড়ানোর অপচেষ্টা চালায়। কিন্তু ২ বিজিবি কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তে মাফিয়াদের গভীর ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। ভবিষ্যতে এসব ষড়যন্ত্র থেকে সজাগ থাকার পাশাপাশি চলমান মাদক বিরোধী অভিযানে হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াসও ব্যক্ত করেন বক্তারা।

পরে শুকরিয়া জ্ঞাপন করে মোনাজাত পরিচালনা করেন মৌঃ আয়ুব আলী।