কক্সবাজারে বৈশাখী টেলিভিশনের ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি:

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা দর্শকপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বৈশাখী টেলিভিশন অগ্র ভুমিকা পালন করছে। জাতির প্রত্যাশাকে ধারণ করে গঠনমূলক সমালোচনা, বাঙ্গালি সংস্কৃতির বিকাশের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে বৈশাখী টেলিভিশন বিদায়ী বছরগুলোর মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবে বলে প্রত্যাশা সকলের। পর্যটন শহর কক্সবাজারের উন্নয়নেও আগামিতে আরও ভুমিকা রাখবে বৈশাখী টিভি। জঙ্গিবাদ সন্ত্রাস সহ নানা অপতৎরতা দমনে জনসচেতনতা সৃষ্টিতে বৈশাখী টেলিভিশন আগামিতে আরো অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শুক্রবার দুপুরে এক র‌্যালি শেষে কক্সবাজার প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন অতিথিরা। আলোচনা সভা শেষে বর্ষপূতির কেক কাটেন প্রধান অতিথি মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আল আমিন পারভেজ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি নেছার আহমদের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিডিনিউজ চট্রগ্রাম বিভাগিয় ব্যুরোচিফ মিঠুন চৌধুরী, চ্যানেল আই কক্সবাজার স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, নিউ ন্যাশন পত্রিকার জেলা প্রতিনিধি মো: জুনায়েদ, সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক ফরহাদ ইকবাল, আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক মো. আয়ুবুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি নুপা আলম, বিডি নিউজের জেলা প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি, ইন্ডিপেন্ডেন টিভির জেলা প্রতিনিধি তওফিকুল ইসলাম লিপু, ভোরের কাগজের জেলা প্রতিনিধি ছৈয়দুল কাদের, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন শফিক, সিপ্লাস টিভির স্টাফ রিপোর্টার এহেসান কুতুবি, সমাজসেবক জিয়াবুল হক, শিশু সাংবাদিক সহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় বৈশাখী টেলিভিশন।