প্রেস বিজ্ঞপ্তি :
শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয়ের সাংস্কৃতিক উৎসব। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘বিজয়ের অঙ্গীকার, সাংস্কৃতিক অধিকার’।

শুক্রবার বিকেল ৪টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বিজয়ের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় আলোচনা সভায় সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যাপ্রিয় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মাও এ খেং। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এড ফরিদুল আলম। সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জেলা শিল্পকলার একাডেমির সাধারণ সম্পাদক বিস্বজিৎ পাল (বিশু), ঝিনুক মালার সভাপতি সুবিমল পাল, সাধারণ সম্পাদক দীপক শর্মা, বেলা ভুমি খেলাঘরের সভাপতি এডভোকেট রিদুয়ান আলী। উৎসবের সাংস্কৃতিক উপ-পরিষদের আহবায়ক খোরশেদ অালম, সদস্য সচিব অজয় মমজুমদার সহ জেলার সাংস্কৃতিক ও রাজনৈতিকবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশনে ছিলেন :
অংকুর শিল্পীগোষ্ঠী, ঝিনুকমালা খেলাঘর আসর, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কক্সবাজার শাখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা শাখা, বাংলাদেশ সাংস্কৃতিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখা। আগামী কাল অনুষ্টান পরিবেশন করবেন: কক্সবাজার তবলা ইন্সটিটিউট, সিমুনিয়া খেলাঘর আসর, শ্রুতি আবৃত্তি অঙ্গন, বিজয় মুখ গণসাংস্কৃতিক সংগঠন,
জাগো বাংলাদেশ শিল্পীগোষ্ঠী।