প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে  শুক্রবার বিকালে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির ঘোষণা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদের এই কমিটি ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। কমিটির সদস্যরা সবাই বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেন সবাই।

বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য দেন, উপদেষ্টা বিশ্বজিত পাল বিশু, দিদারুল আলম রাসেদ, কাজী মিজানুর রহমান, বন্ধুসভার শবনম মোস্তারি রনি, ফাহিম কুদ্দুস প্রিয়, ইফতেখার বুলবুল তানজিদ, রিফাতুল আলম, নাজমা আকতার প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারিয়াল মৌমিতা মোস্তফা পুস্পি।

প্রথম আলো বন্ধুসভার সদস্যরা গত ২১ বছর ধরে কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য গণিত উৎসব, ভাষা উৎসব, বিতর্ক উৎসব, বিজ্ঞান মেলা, ফিজিকস অলিস্পিয়াড, ইন্টারনেট উৎসব, কৃতিশিক্ষার্থী সংবর্ধনা, তারুণ্যের জয়োৎসবসহ নানা কর্মসূচির আয়োজন করে আসছে। এসিড সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি, অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান, পথশিশুদের নতুন জামা প্রদান, বৃক্ষরোপন, দুর্গম উপকূলে অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চক্ষুশিবির, দুযোগ কবলীত মানুষের মধ্যে ত্রাণ তৎপরতাসহ সমাজের যা কিছু ভালো তার সঙ্গে বন্ধুসভার সদস্যরা নিজেদের সক্রিয় রাখছেন। গতিশীল নেতৃত্বকে আরও সক্রিয় করতে প্রতি বছর নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কাজের স্বীকৃতি মূল্যায়ন হয় কমিটির মাধ্যমে। এবারও ৭১ জনের এই জেলা কমিটিতে ঠাই হয়েছে ২৭ তরুণীর। যারা দুই থেকে ১০ বছর ধরে বন্ধুসভার সৃজনশীল কর্মকান্ডে যুক্ত আছেন। লেখাপড়ার পাশাপাশি তারা আলোকিত সমাজ গঠনে ভুমিকা রাখছেন। কমিটি ঘোষণার পর বন্ধুসভার সদস্যরা একাত্তরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।

# কমিটি :

সভাপতি : আরিফুর রহমান, সহ-সভাপতি : ফারিয়াল মৌমিতা মোস্তফা পুস্পি ও রুহুল আমিন, সাধারণ সম্পাদক : আবদুর রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক : সাদিয়া হোসেন সিকদার ও শাফকাত শাহরিয়ার রশিদ, সাংগঠনিক সম্পাদক : ইনজামুল হক, উপ-সাংগঠনিক : ফাহিম কুদ্দুস প্রিয়, অর্থ সম্পাদক : মো. ফাহিম, যোগাযোগ সম্পাদক : ইফতেখার বুলবুল তানজিদ, দপ্তর সম্পাদক : রিফাতুল আলম, সাহিত্য সম্পাদক : শবনম মোস্তারি রনি, প্রচার সম্পাদক : আজিজুর রহমান, অনুষ্টান সম্পাদক : তাসলিম জাহান মীম, পাঠচক্র বিষয়ক সম্পাদক : আমেনা লতিফা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক : ফয়সাল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক : মোহাম্মদ মামুন, নারী বিষয়ক সম্পাদক : তানজিনা আফরিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক : সুইটি শর্মা বৃষ্টি, সমাজ কল্যাণ সম্পাদক : ঐশ্বর্য দে অর্ণি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : বদিউল আলম সোহাগ, মানব সম্পদ বিষয়ক সম্পাদক : নেওয়াজ মোরশেদ ফিরোজ, পরিবেশ সম্পাদক : নাজমা আকতার, পাঠাগার সম্পাদক : মোজাহেদ আলী এবং প্রশিক্ষণ সম্পাদক : সজয় শর্মা।

# সদস্য :

ইব্রাহিম খলিল, কায়সার হামিদ, আনাস বিন আফসার, পলি চৌধুরী, সুবাহ সিনথিয়া, সাদ্দাম হোসেন, কনিকা আকতার, ফাতেমা আহমেদ সাথী, মালাথে রাখাইন, জামসেদ শাকিল জয়, মো. কাউসার, কফিল উদ্দিন, জায়েদ ইকবাল রাকিব, শাহরিয়ার ইয়ামিন, মাহবুব রহমান, জিয়াউল হক, আয়েশা ছিদ্দিকা, ইয়াসনা ছিদ্দিকা, ফওজিয়া আফরোজ মাহিন, মোহাম্মদ মঈন উদ্দিন, মোর্শেদা ইয়াসমিন মনি, মুর্শিদা আক্তার, সাফা মারওয়া, নাসরিন জাহান এনি, মুর্শেদা আকতার, আফরোজা আমান, রেনু আক্তার মুক্তা, নুসরাত জাহান, জিয়াউল হক, লিমা আকতার বাবলী, মো. নেছারুল ইসলাম, ওহিদুল হক নোমান, সাইফুল ইসলাম, ফাহিমা আক্তার আঁখি, মো. মামুনুল ইসলাম, রাকিব হাসান, মো. রাশেদ কামাল, মো. আলমগীর, মো. নজরুল ইসলাম সজীব, তৌহিদুল আলম আকিব, তৌহিদুল আজিম, রুপেল বড়ুয়া, আশরাফ উদ্দিন তারেক, তারেকুর রহমান, হাশেম উদ্দিন জয়।

# উপদেষ্টা পরিষদ

১. আব্দুল কুদ্দুস রানা

২. বিশ্বজিত পাল বিশু

৩. দিদারুল আলম রাশেদ

৪. মোহাম্মদ মহিউদ্দিন

৫. কাজী মিজানুর রহমান