প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ২৬ ডিসেম্বর  সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কক্সবাজার কলাতলী সৈকতপাড়া এলাকায় অনুমোদন ব্যতীত অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় গণপুর্তের জায়গায় রহমত উল্লাহ, জাফর, আলম, বেলাল উদ্দিন গং অবৈধ ও অনুমোদনবিহীন বাড়ি নির্মাণ করায় ০৪টি ভবনের আংশিক অংশ ভেঙ্গে দেয়া হয় এবং ০৩টি নির্মাণাধীন কাচা ঘর পুরোপুরি ভেঙ্গে দেয়া হয়।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কউকের অথরাইজড অফিসার ও উপনগর পরিকল্পনাবিদ, উপসহকারী প্রকৌশলী, ইমারত পরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।