পেকুয়া প্রতিনিধি:

সাধারণ মানুষের মনের ভীতি দুরীকরণে এক ব্যতিক্রমী সেবার আয়োজন করেছে পেকুয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে পেকুয়া উপজেলার টইটং বাজারে জনগণের কথা শুনতে নিজেই ছুটে যান থানার ওসি কামরুল আজম।

আইনগত সহায়তার জন্য ওসির সাথে নির্ভয়ে কথা বলতে এই সেবার নাম দেয়া হয়েছে “হ্যালো ওসি”। যেখানেই ব্যানার টাঙিয়ে বসা হচ্ছে ওসির সাথে কথা বলতে ছুটে আসছে এলাকার আবাল-বৃদ্ধ-বনিতরা।
সাধারণ মানুষের সাথে কথা বলে নিজের তৃপ্তি ও উপভোগের কথা জানালেন ওসি।

তিনি বলেন, এ সেবা অব্যাহত থাকবে। ব্যানারে মোবাইল নাম্বার দেয়া আছে প্রয়োজনে মোবাইলেও সেবা নিতে পারবে এলাকার জনগণ। সাধারণ মানুষের সাথে মিলে মিশে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই মূল উদ্দেশ্য বলে তিনি জানান।

সেবা নিতে আসা কয়েকজন জানালেন, মনে একটি পুলিশী ভয় কাজ করতো, কিন্তু ওসির সাথে কথা বলে সেই ভয় দূর হয়েছে। এখন থেকে প্রয়োজনে নিজেরাই ছুটে যাব থানায়।

হ্যালো ওসি সেবা প্রদানে আরো উপস্থিত ছিলেন পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।