মহেশখালী সংবাদদাতা  :

কক্সবাজারের মহেশখালীতে উদযাপিত হল দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।এ উপলক্ষ্যে ২৪ শে ডিসেম্বর মঙ্গবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। 

মহেশখালী উপজেলা সংবাদদাতা আবুল বশর পারভেজ এর সভাপতিত্বে মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.ছালামত উল্লার পরিচালনায় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা,মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ,দৈনিক সমকালের মহেশখালী প্রতিনিধি শাহাব উদ্দীন, পৌর কাউন্সিলর সনজিদ চক্রবর্তী,উপজেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা আমিন উল্লাহ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা- আলম, প্রধান শিক্ষক মিঠুন চক্রবর্তী, ঠিকাদার নুরুল ইসলাম, দৈনিক বাংলার গৌরব মহেশখালী প্রতিনিধি সিরাজুল হক সিরাজ,মহেশখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ তারেক,মাষ্টার সওকত ওসমান,ছাত্র নেতা মহি উদ্দীন, ফয়সাল, শাকের উল্লাহ খোকন,শামশুল আলম, হারুন উদ্দীন রুবেল,জালাল আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন দেশের এক ক্রান্তিকালে তফাজ্জল হোসেন মানিক মিয়া দেশের কল্যানে যে ইত্তেফাক পত্রিকাটি প্রতিষ্ঠা করেছিল এ পত্রিকা সবসময় দেশের আর্থসমাজিক উন্নয়ন, শিক্ষা,রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে নিরপেক্ষ লিখনি দিয়ে জাতীর কাছে একটি স্বচ্ছ আয়না হিসাবে কাজ করে যাচ্ছে দৈনিক ইত্তেফাক। আগামীতে আরো সফলতা কামনা করেন বক্তারা। ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত শুভানুধায়ীদেরকে মিষ্টি বিতরণ করেন মহেশখালী উপজেলা সংবাদ দাতা।