মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফের বন্য হাতির আক্রমণে শাহিনা আক্তার (৫৫)নামের এক মহিলা নিহত হয়েছে। সে উপজেলার দুর্গম দৌছড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লংখাই গ্রামের মোক্তার আহাম্মদের স্ত্রী।
দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ জানান নিহত শাহিনা প্রতিদিনের ন্যায় রান্নাবান্নার কাজ শেষে ঘুমান। শনিবার (২১ ডিসেম্বর) রাত ২ টার দিকে বন্য হাতির পাল হঠাৎ এসে বাড়িতে ভাংচুর শুরু করলে বাড়ীর অপরাপর সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও
হাতির আক্রমন থেকে রক্ষা হল না শাহিনার।

পরিবারের শৌর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ঐ মহিলাকে রক্ষা করতে পারে নাই। পরিবার সূত্রে জানান,শনিবার রাত ২ টার সময় বন্য হাতির পাল বাড়ি ভাংচুর করে এসময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি নিহত পরিবারের জন্য শীত কম্বল ও শুকনো খাবার পাঠান। অপরদিকে
উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ ও চেয়ারম্যান হাবিবুল্লাহ নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতার কথা জানান ইউএনও কচি।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃআনোয়ার হোসেন হাতির আক্রমনে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে
একদল পুলিশ পাঠানো হয়েছে। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন পুলিশ। উল্লেখ্য গত শুক্রবার দিবাগত রাতে একই উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা গ্রামের কৃষক মনির আহাম্মদ ধান পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে নিহত হয়। নাইক্ষ্যংছড়িতে গত ৩ দিনে দুই জন প্রাণ হারাল।