প্রেস বিজ্ঞপ্তি :   বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান ও মো. বাবুল হোসেন।  ২২ ডিসেম্বর, ২০১৯ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় কক্সবাজার প্রেসক্লাবে ত্রি-বার্ষিক সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত বিএড কলেজের অধ্যক্ষবৃন্দ ও সমিতির নির্বাহী সদস্যদের ভোটে ৩৫ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। অধ্যাপক মো. রমজান আলী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এই কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে। দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হন ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠার ২৫বছর সময় পার হলেও এখনো এমপিওসহ সরকারের কোনোরূপ সহযোগিতা পাওয়া যায়নি। তাই অনতিবিলম্বে জনবলকাঠামো ও এমপিও নীতিমালায় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজসমূহকে অন্তর্ভুক্ত করে পাঁচ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি আদায়ের লক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আগত কর্মসূচি সফল করার জন্য সভাপতি সবাইকে অনুরোধ করেন। নির্বাচন শেষে বেসরকারি টিটিসি প্রতিষ্ঠার ২৫বছর পূর্তি উৎসব পালন করা হয়। রজতজয়ন্তী উপলক্ষে ‘আলোর পরশ’ নামে একটি নান্দনিক প্রকাশনাও বের করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন, অধ্যাপক মো. রমজান আলী, উপাধ্যক্ষ মোঃ বাবুল হোসেন, উপাধ্যক্ষ মালেকা পারভীন, অধ্যক্ষ সুলতানা সাজিদা ইয়াছমিন, অধ্যক্ষ আবদুস সামাদ, অধ্যক্ষ আবুল হোসেন, অধ্যক্ষ মো. জহির উদ্দিন স্বপন, অধ্যক্ষ হুমায়ুন কবির, অধ্যক্ষ সাদিয়া আফরোজ, অধ্যক্ষ খন্দকার আশরাফ আলী, অধ্যক্ষ আবদুর রউফ তপাদার, অধ্যক্ষ হামিদ উল্লাহ, অধ্যাপক আবু তাহের বেলাল, অধ্যক্ষ আবুল খায়ের মুকুল, অধ্যক্ষ কলিম উল্লাহ, অধ্যক্ষ শাহাদাত হোসেন, অধ্যক্ষ মনির হোসেন, আবু বকর সিদ্দিক, মোহাম্মাদ আলী প্রমুখ।