নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলা গেইটস্থ এইচ. মোহাম্মদ ফাউন্ডেশন আয়োজিত মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মেধা বৃত্তি পরীক্ষা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলা কম্পাউন্ডের শাপলা কুঁড়ি কচিঁ-কাচঁা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের জন্য ২ ঘন্টার এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কক্সবাজার পৌরসভা, ঝিলংজা এবং পিএমখালী ইউনিয়নের শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়। এদিকে ক্ষুদে শিক্ষাথর্ীদের এ মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ও মেধা বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম মাহফুজুর রহমান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, হাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী, এইচ. মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মেধা বৃত্তি পরীক্ষার সদস্য সচিব এম. রাশেদুল করিম রাশেদ। পরে বিকেলে ফলাফল প্রকাশ করেন মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কাশেম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শিল্পী রানী পাল, মাস্টার মোহাম্মদ আমির হোসাইন।
এদিকে ঘোষিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তিন কৃতি শিক্ষার্থী হলো মুহুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নওশিন নাওয়ার রামিশা, হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তাসনিম তাসফিয়া ও পিএমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইসমাম উ্িদ্দন লুৎফিয়া। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো- লামিয়ার নাওয়ার সাফা, সাবিকুন নাহার, মোঃ নাইমুল আমান সায়েম, যাওয়াতা আফনান ইলমা, ফাইরোজ ফারিয়া (নাফিসা), মোঃ জিহান, রুবাইয়া হক সিমা, জাকিয়া সুলতানা, মারুয়া বিনতে মাহমুদ ও সানাম মাহমুদ রাবী।
এদিকে মেধা বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এম রাশেদুল করিম রাশেদ জানান- আমার মরহুম পিতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন মেম্বার ছিলেন ঝিলংজার বার বার নির্বাচিত মেম্বার। তিনি একাধারে ছিলেন- বৃহত্তর ঝিলংজার ভারপ্রাপ্ত সফল চেয়ারম্যান ও পরীক্ষিত সমাজ সেবক। তঁার স্মৃতিকে ধরে রাখার জন্য এ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে এইচ মোহাম্মদ ফাউন্ডেশন।