মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চলমান আবহাওয়ায় প্রচন্ড কনকনে শীতে অনেক অসহায়, গরীব, দুঃস্থ, ছিন্নমূল মানুষ নিদারুণ কষ্ট পাচ্ছে। যা হয়ত আমরা অনেকের কানে আসছেনা, চোখে পড়ছেনা। যাদের উঞ্চ কাপড়চোপড় ক্রয় করার মতো সামর্থ নেই। এ অবস্থায় মানবিক ও দায়িত্ববোধ থেকে শীতার্ত দরিদ্র মানুষের পাশে বিত্তশালী দাঁড়ানোর কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। কারণ আল্লাহতায়লার অসীম মেহেরবানীতে মানুষ বিত্তশালী হয়, আর্থিক স্বচ্ছলতা অর্জন করে। এটা আল্লাহতায়লার একটা বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শোকরিয়া করতে শীতার্তদের উঞ্চ ও পরিধেয় কাপড় চোপড় প্রদান করলে শীতার্তরা কিছুটা হলেও উঞ্চতার পরশ পাবে, বিত্তশালীরা দায়িত্ব পালনের পাশাপাশি মহান আল্লাহতায়লাও তাদের প্রতি সন্তুষ্ট হবেন।

শনিবার ২১ ডিসেম্বর রাত্রে কক্সবাজার সদর উপজেলার সৈকতঘেষা দরিয়ানগরে অবস্থিত বড়ছড়া আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র জনসাধারণ এবং মোহাম্মাদিয়া জামিয়া মাদ্রাসা ও এতিমখানার দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আল আমিন পারভেজ, সদর উপজেলার ইউএনও এ.এইচ.এম মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এই তীব্র শীতের মাঝে এখানকার শিশু, শিক্ষার্থী, সাধারণ লোকজন বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে বেশ খুশী হন।