সিবিএন ডেস্কঃ
যীশু খ্রিষ্টের জন্মদিনকে বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ‘বড়দিন’ হিসেবে পালন করে। সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহরণ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত হয়। এ উপলক্ষে দেশবরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা ও পরিকল্পনায় একটি নতুন গান গান প্রকাশ পেতে যাচ্ছে ‘ই নেটওয়ার্ক’ এর ইউটিউব চ্যানেলে। গানটির শিরোনাম ‘যীশুর বন্দনা’। বিজয় রথ ব্যান্ডের কীবোর্ডিষ্ট শুভ্র’র সংগীত পরিচালনায় এই গানটি গেয়েছেন গোমেজ রাহুল। গানটি সুরও করেছেন তিনি।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমি ইসলামি গান লেখা ও প্রকাশের জন্য কাজ করে যাচ্ছি ধারাবাহিকভাবে। ইসলাম ধর্মতে যিশুখ্রিষ্ট তথা ঈসা নবীকে অনেক সম্মানিত স্থান দিয়েছেন আল্লাহতালা। ঈসা নবীর সবসময় প্রচার করেছেন, আল্লাহ এক ও অদ্বিতীয়। তাই উনাকে সম্মান জানাতেই আমার এই উদ্যোগ। আর এটা সফল হয়েছে তরুন পরিচালক ও গায়ক ইয়ামিন ইলানের অশেষ পরিশ্রমে। সেই সাথে ‘ই নেটওয়ার্ক’ এর এই মহতি কাজের জন্য সাধুবাদ জানাই।