সিবিএন ডেস্ক:
তুমুল বিতর্কের মুখে অবশেষে তিন দিনের মাথায় রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নির্ভুল তালিকা প্রকাশ করা হবে।

বুধবার বিকালে এই তালিকা স্থগিতের কথা নিশ্চিত করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আবেদন করলে ভুলে আসা নাম প্রত্যাহার করা হবে বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে একদিনের মাথায় তালিকা স্থগিত করল মন্ত্রণালয়। ইতিমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তালিকাটি সরানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, তার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার কারণে এই ভুল হয়েছে। এই ভুলের জন্য তিনি আগের সরকারগুলোকেও দায়ী করেন।

১৫ ডিসেম্বর পূর্ব ঘোষণা অনুাযায়ী রাজাকরের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ ১০ হাজার ৭৮৯ জনের এই তালিকায় সরকারের গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংগঠকদের নামও রয়েছে৷ এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মন্ত্রী। পরে তিনি দুঃখ প্রকাশ করে তালিকা সংশোধনের কথা জানান।