প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার শহরের আট মহল্লা সমাজ কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
‘বিজয় দিবস সফল করি, পরিচ্ছন্ন শহর গড়ি’ এই প্রতিপাদ্যে বিজয়ের দিন সকালে শহরের ফয়সাল টাওয়ার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কমিটির সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম।
নির্বাহী সদস্য একেএম মাহ্ফুজ উল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন -বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যতম সদস্য মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক আলী হোসাইন বাবুল, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম হাসান।
মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদগনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর।
আলোচনা সভা শেষে সমাজ কমিটির সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে এন্ডারসন রোড, মুজ্হেরুল হক সড়ক ও বড় বাজার সড়কে প্রতিকী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এতে সমাজ কমিটির সদস্যবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করে।
ঝাড়ু-বেলছা হাতে অভিযান চলাকালে সবার মাথায় ছিল সমাজ কমিটির লোগো আর নামাঙ্কিত ক্যাপ এবং নাকে-মুখে মাস্ক।
প্রতিটি দোকান ও বাসা-বাড়িতে স্বীয় উদ্যোগে ছোট ছোট ডাস্টবিন স্থাপন করতঃ সেখানে নিজেদের সৃষ্ট ময়লা-আবর্জনা রাখার ব্যাপারে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করার জন্য লাউড স্পিকারযোগে ঘোষণা করা এবং লিফলেটও বিতরণ করা হয়।
ব্যতিক্রমী এ অভিযানকে পথচারীসহ স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে।