কামাল শিশির,রামু :

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঈদগড় হাইস্কুল মাঠে ২ দিন ব্যাপি বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর নৈশ ভোজের পাশাপাশি আলোচনা, শহিদদের শরণে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি ১৬ ডিসেম্বর সকাল ৮টায় বীর মুক্তি যোদ্ধাদের ও গুনিজন সংবর্ধনা, আলোচনা সভা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তি যোদ্ধা ডাক্তার সিরাজুল হক রেজাকে সম্মাননা ক্রেস্টসহ নগদ ৫ হাজার টাকা, চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টোকে সম্মাননা ক্রেস্ট,ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এনামুল হকে সম্মাননা ক্রেস্ট, রামু থানা এএসআই মোরশেদ আলমকে সম্মাননা ক্রেস্ট, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এম নুরুল আলম ফেরদৌসীকে সম্মননা ক্রেস্ট,ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল সিকদারকে সম্মাননা ক্রেস্ট,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বদরুউদ্দিনকে সম্মননা ক্রেস্ট, নুরুল আমিনকে সম্মাননা ক্রেস্ট,মাওলানা আবদুল লতিফকে সম্মাননা ক্রেস্ট, নুরুল আলমকে সম্মননা ক্রেষ্ট, ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের এমডি রুমেলকে সম্মাননা ক্রেষ্ট প্রদানসহ ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাষ্টার বিষু মোহন দেব, সাজুয়ার কামাল, আয়োজক কমিটির সদস্য ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি সাংবাদিক কামাল শিশির, সদস্য সাবেক মেম্বার বেলাল উদ্দিন,নজরুল ইসলাম মিন্টু,ফরিদুল আলম,সাংবাদিক মাসেদুল হক আরমান, আতাউল গণি।সদস্য ইব্রাহীম খলিলের পরিচালনায় অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সদস্য শাহিন আজাদ ।পরে অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরকে চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টোসহ অতিথিরা পুরুষ্কার প্রদান করেন। এ সময় হাজরো জনতা, ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের সকল শিক্ষক,বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। এছাড়া চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টোর নেতৃত্বে ঐক্য বদ্ধ হয়ে ঈদগড়কে মডেল ইউনিয়ন করার প্রতিজ্ঞা করেন উপস্থিত সকলে। চেয়ারম্যান জানান,এ অনুষ্ঠান প্রতিবছর অব্যাহত থাকবে সকলের সহযোগিতায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতেও সবাইকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।