আবদুল মজিদ,চকরিয়া:

চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ডিসেম্বর দিনের প্রথম পহরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি-বেসরকারী বিভিন্ন সংস্থা ধারাবাহিকভাবে বিজয়ার্জনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী সহকারে পুস্পমাল্য অর্পন করেন। প্রথমে চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ। এরপর ধারাবাহিকভাবে পুস্পমাল্য অর্পন করন চকরিয়া উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, থানা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির পক্ষে সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, পৌর পরিষদের পক্ষে মেয়র আলমগীর চৌধুরী। অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসমিন হক জেসি চৌধুরী ও মকছুদুল হক চুট্টো, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ প্রমূখ। অপরদিকে সকাল থেকে উপজেলা পরিষদ মাঠে প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাউয়াজ, ডিসপ্লে প্রদর্শন, নৃত্য প্রদর্শন, আলোচনা, প্রীতি ফুটবল ম্যাচ, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্ধ্যায় মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।