সংবাদ বিজ্ঞপ্তি:
১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। এ উপলক্ষ্যে কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন,বিজয় দিবস র‌্যালী, খতমে কুরআন মজীদ, মুক্তিযুদ্ধের শহীদানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দু’আ, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় করণীয়” শীর্ষক বিশেষ আলোচনা সভা।
তাছাড়া মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের উদ্যোগে এ উপলক্ষে প্রকাশিত হয় “আল-আজিজ দেয়ালিকা” ‘র বিশেষ সংখ্যা এবং এতিমখানার শিশুদের মধ্যে বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহসেন শরীফের সার্বিক তত্ত্বাবধানে ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়। বিভাগীয় তত্ত্বাবধায়ক ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি দেলাওয়ার হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ বলেছেন, স্বাধীনতা মহান আল্লাহর দেওয়া অপার নিয়ামত। ঈমানী চেতনা ও দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে ইসলামী তাহযীব-তামাদ্দুন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার দৃপ্ত শপথ গ্রহণ করতে হবে।
দু’আ মাহফিলে মুক্তিযুদ্ধের বীর শহীদানের রুহের মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।