মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার অঞ্চলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া বিস্তারের আশংকা নির্মূল কাজে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে কক্সবাজার জেলা প্রশাসনকে ১২টি ফগার মেশিন হস্তান্তর দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

রোববার ১৫ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এর কর্মকর্তা এবং আইওএমের ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ফগার মেশিন সমুহ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। ফগার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কক্সবাজার-২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, ডিডিএলজি শ্রাবস্তী রায়, সিভিল সার্জন ডা. এমএ মতিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, আইওএম এর কক্সবাজার অফিস প্রধান উপস্থিত ছিলেন।