আবুল কালাম , চট্টগ্রাম :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ( সিএমপি) র উদ্দ্যোগে  মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে ।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সস্থ কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান ৫৫জন পুলিশ মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মকান্ডের স্মৃতিচারন করেন। কমিশনার উপস্থিত প্রত্যেক পুলিশ মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এছাড়াও কমিশনার মহোদয় তাঁদের দেশের যেকোন প্রান্তে যেকোন প্রয়োজনে আইনগত সহায়তার আস্বস্ত করেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় মুক্তিযোদ্ধা কর্ণার (অভ্যর্থনা কক্ষ) স্থাপন করার ঘোষনা দেন। অনুষ্ঠান শেষে সম্মানিত পুলিশ মুক্তিযোদ্ধাগণ কমিশনারের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, ইউনিট কমান্ডার, মহানগরী ইউনিট কমান্ড, চট্টগ্রাম; বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দীন আহম্মদ, ইউনিট কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, চট্টগ্রাম জেলা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।