নাইমা জান্নাত তারান্নুম
মায়ের বুক খালি করে
ভাবছিল পাকি রাখবে ধরে
সোনার বাংলার দামাল ছেলে
দেখিয়ে দিল স্বাধীন করে।
মায়ের ছেলে বিলিয়ে দিয়ে
মা হয়ে গেল মাতৃভূমি,
বাংলা মায়ের দেশের মাটি
স্বর্গের মত দামী।
বীরের কথা দেশের মানুষ
ভুলতে কভু পারবে না
বীরের রক্তে স্বাধীন এ দেশ
বাংলাদেশ হারবেনা ।