ফাইল ছবি

যমুনা : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত কাউকে বাংলাদেশে পুশব্যাক করছে না। বরং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হওয়ার কারণে ফড়িয়াদের মাধ্যমে কেউ কেউ এদেশে আসছে। তারা যদি বাংলাদেশি না হয়ে থাকেন তাহলে ফেরত পাঠানো হবে।

আজ রোববার দুপুরে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, ভারতের এনআরসি নিয়ে উদ্বেগের কিছু নেই, এটা তাদের অভ্যন্তরীন বিষয়। ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের তালিকা চাওয়া হবে বলেও মন্ত্রী জানান।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা বিষয়ে মিয়ামমারের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে।