আলাউদ্দিন, লোহাগাড়া :

লোহাগাড়ায় প্রতিপক্ষের হামলায় জুনাঈদ নামে এক যুবক আহত হয়েছে।

গতকাল ১৩ ডিসেম্বর ( শুক্রবার) সন্ধ্যায় উপজেলা চরম্বা ইউনিয়নে খালেকের দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত যুবক জুনাইদ চরম্বা মাইজবিলার গোলাম রহমানের পুত্র।

এ ঘটনায় আহত জুনাঈদ ৩ জনের নাম উল্লেখ করে লোহাগাগাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

তারা হলেন চরম্বা ইউনিয়নের তেলিবিলার ছিদ্দিকুর রহমানের পুত্র রিফাত (৩০), রফিক আহমদের পুত্র রাশেদ (২৬) ও মোহাম্মদ অহিদ (৩২)।

অভিযোগ সূত্র প্রকাশ ঘটনার দিন জুনাঈদ ও তার বন্ধুরা সাতকানিয়া খেলার মাঠ থেকে চরম্বা খালেকের দোকান আসলে ২০/৩০ জন সন্ত্রাসী তাদের উপর হামলা করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় বাঁধা দিতে গেলে এতে ক্ষিপ্ত হয়ে উঠে রিফাত। এক পর্যায়ে রিফাত ও তার সহযোগীরা রড,ইট,লাঠি নিয়ে হামলা করে জুনাঈদকে বেধরক পিটিয়ে ফেলে রেখে চলে যায়।

স্থানায়ীরা জুনাঈদকে আহত অবস্থায় উদ্ধার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাইনুদ্দিন জানান, এ ঘটনায় আহত জুনাইদ ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । এ ব্যাপারে পুলিশ তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নিচ্ছি।

অন্যদিকে, অভিযুক্ত রিফাতের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনা অস্বীকার করেন। তিনি এ বিষয়ে কিছুই জানেননা বলেও দাবী করেন।