মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯। দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে একইদিন জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” শীর্ষক আলোচনা সভা কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। সভায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র-ছাত্রীদের প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।