প্রেস বিজ্ঞপ্তি :

সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনে উদযাপন পরিষদের এক সভা বুধবার বিকেল ৪ টায় লাবনী মোড়স্থ ওয়েস্টার হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তারা বলেন, বাঙ্গালি জাতির প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শিক রাজনৈতিক ধারা, মহান মুক্তিযুদ্ধের চেতনায় নব প্রজন্মকে আগামীর অদম্য বাংলাদেশ বিনির্মানে উপযোগী করে তোলার প্রয়াসে “বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ” নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করতে হবে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচকদের মতামতের ভিত্তিতে আগামী ১৭ ই ডিসেম্বর “বঙ্গবন্ধু ও বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন-এড তাপস রঞ্জিত, মোঃ হোসেন মাসু, কাজী মোস্তাক আহমেদ শামীম, মোঃ আনিসুল হক চৌধুরী, মিজানুর রহমান, গিয়াস উদ্দীন বাবুল, তৌহিদুল ইসলাম ত্বোহা, মির্জা ওবাইদ রুমেল, আবু তাহের আজাদ, আবুল কায়সার, সেলিম উদ্দিন লিটন, ইয়াকুব আলী, দেলোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, এনায়েত বিন সাঈদ প্রমুখ।