মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

১২ ডিসেম্বর ১৯৭১ সাল। আজকের এই দিন পর্যটন নগরী কক্সবাজারবাসীর জন্য এক ঐতিহাসিক ও আনন্দের দিন। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজারের মাটিকে পাক হানাদার মুক্ত ঘোষণা করা হয়েছিল।

উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত পয়েন্ট থেকে ভারতীয় নৌবাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধারা বরণ করে পাবলিক হল মাঠে (শহীদ দৌলত ময়দান) নিয়ে আসা হয়। সেদিন বিকেল ৫ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে কক্সবাজারকে আনুষ্ঠানিকভাবে পাক হানাদার মুক্ত ঘোষনা করা হয়।
সেই থেকে প্রতি বছর কক্সবাজার জেলায় শত্রু মুক্ত দিবস পালিত হয়ে আসছে ১২ ডিসেম্বর।

এ উপলক্ষে কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি বিভিন্ন সংগঠন নানা আয়োজনে ১২ ডিসেম্বর বুধবার কক্সবাজার শক্র মুক্ত দিবস পালন করবেন বলে জানা গেছে।