প্রেস বিজ্ঞপ্তি :

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উলপক্ষে কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের উদ্দোগে দিন ব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। এতে বক্তারা বলেন,স্বনির্ভর দেশ গড়তে নাগরিকদের ভ্যাট প্রদান করতে হবে। প্রতিটি পরিবার যেমন পরিবার প্রধানের আয়ের উপর নির্ভরশীল তেমনি দেশও তার দেশের নাগরিকদের দেওয়ার ভ্যাটের উপর নির্ভরশীল। আর বর্তমান সরকার ভ্যাট প্রদানকে সহজ এবং হয়রানি মুক্ত করতে বাস্তবমুখি উদ্দোগ নিয়েছে। তাই ভয়ে নয় খুশি মনে আগ্রহ নিয়ে প্রত্যেক নাগরকিদের ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

১১ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় বীচ সংলগ্ন হোটেল কল্লোল থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম মোহাম্মদ এনামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরওয়ার আলম। র‌্যালীটি শহরের হোটেল মোটেলজোনের সড়ক থেকে সায়মান বীচে গিয়ে শেষ হয়। পরে বিকাল ৩ টায় তারকা হোটেল ওশ্যান প্যারাডাইজের হলরুমে অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। এ সময় তিনি বলেণ,ভ্যাট দিতে গিয়ে কোন ব্যবসায়ি যেন হয়রানীর স্বিকার না হয়। যারা নিবন্ধিত ভ্যাট দাতা আছে তাদের উপর বেশি চাপ না দিয়ে নতুন নতুন ভ্যাট দাতা সৃষ্টি করতে হবে। এ সময় তিনি কক্সবাজারে আগত পর্যটকদের যাতে খরচের বোঝা বেশি না হয় সেদিকে ব্যবসায়িদের সদয় থাকার আহবান জানান। কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা নু চ প্রু র সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তাব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম মোহাম্মদ এনামুল হক, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,কক্সবাজার চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাবেদ উর রহমান সুমু,কক্সবাজার রেস্তোরা মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল,হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার। এতে আরো উপস্থিত ছিলেন টেকনাফ স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মোঃ আবছার উদ্দিন,কক্সবাজার সার্কেলের রাজস্ব কর্মকর্তা শামসুল আলম, রাজস্ব কর্মকর্তা শামসুল হক ভুইয়া,সহকারী রাজস্ব কর্মকর্তা শাহ জালাল উদ্দিন,এমরানুল হক,বিকর্ণ কুমার মল্লিক,পংকজ দাশ,ইমরান হোসেন,জোৎসা আক্তার।