আবুল কাশেম.কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ১০ জন চিকিৎসক যোগদান করেছেন। ১১ ডিসেম্বর (বুধবার) তারা হাসপাতালে এসে যোগদান করেন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবু নাসের জানান।

৫০ শয্যা বিশিষ্ট দ্বীপের একমাত্র সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটিতে ২৭টি চিকিৎসক পদ থাকলেও চার ভাগের তিন ভাগই খালি থাকে। ফলে অবহেলিত দ্বীপের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়। নতুন যোগদান কৃত চিকিৎসকদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছেন। এদের মাঝে স্ব উপজেলার ৫ জন বলে জানা গেছে। ১০ জন চিকিৎসকের মাঝে ৯ জন মেডিকেল অফিসার ও এক জন ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেন এ ছাড়া আগের রয়েছে ৬ জন চিকিৎসক। সব মিলিয়ে এ হাসপাতালে ১৬ টি চিকিৎসক পদ পুরণ হল।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন আরো ১০ জন চিকিৎসক যোগদান করায় উপজেলার প্রত্যন্ত অঞ্চরসহ প্রতিটি গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা বৃদ্ধি পাবে। তারা রোগীদের নিয়মিত সেবা দিয়ে সুনাম অর্জন করবেন বলে প্রত্যাশা।