আলমগীর মানিক, রাঙামাটি:
“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও মানবাধিকার দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা চত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম শফি কামালের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ,উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন,হিউম্যান রাইটস এন্ড সোসাইটির সভাপতি অরুপ মুৎসূদ্দি, উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার পর থেকে প্রতিবছর এইদিন ‘বিশ্ব মানবাধিকার দিবস’ হিসেবে পালিত হয়।