মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী- চান্দগাঁও-পাঁচলাইশ আংশিক) আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। এ আসনে আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে উপনির্বাচন। আওয়ামীলীগের পার্লামেন্টারি বোর্ডের বরাত দিয়ে বিশ্বস্ত সুত্র সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার মাঝি হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল গত ৭ নভেম্বর মারা যাওয়ায় এই শূন্য আসনে (চট্টগ্রাম-৮ বায়ালখালী-চান্দগাঁও) উপ-নির্বাচন আগামী ১৩ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রত্যেক ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর গত রোববার ১ ডিসেম্বর এ উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ উপ নির্বাচনে মনোননয়নপত্র দাখিল শেষ সময় ১২ ডিসেম্বর, বাছাই ১৫ ডিসেম্বর, প্রত্যাহার ২২ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি।