বলরাম দাশ অনুপম:

“আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২ এর আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির যৌথ সহযোগীতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে সোমবার। সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার‌্যালয় চত্বরে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে। মানববন্ধন কর্মস‚চি পালন শেষে গণস্বাক্ষর কর্মস‚চী অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট মো: জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলি, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মো: শাজাহান, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উখিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।