কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর। এ উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটে দুর্নীতি বিরোধী মানববন্ধনে মিলিত হয়।

এসময় সহকারি কমিশনার (ভুমি) সুপ্রভাত চাকমা, কুতুবদিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার, সহ-সভাপতি শুক্কুর আলম আজাদ, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খাঁন, সাবেক প্রধান শিক্ষিকা জাহানারা মাসুদ, কুতুবদিয়া সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুচ্ছাফা, কুতুবদিয়া মহিলা (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নুরুল আলম, কুতুবদিয়া আদর্শ উচ্চ্ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, সিনিয়র শিক্ষক বাবু সমীর শীল, আল ফারুক মাদ্রাসার সুপার মোরশেদুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, মহিলা বিষয়ক প্রশিক্ষক জাকির হোছাইন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দুর্নীতিমুক্ত দেশ গড়ার নিমিত্তে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হতে ভবিষ্যত প্রজন্মের প্রতি আহŸান জানান।