সিবিএন ডেস্ক:
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচারিক আদালত, আইসিজে’তে মামলার শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসে পৌঁছেছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান এবং রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

মঙ্গলবার হেগে জাতিসংঘের শীর্ষ আদালতে প্রথমবারের মতো শুনানিতে অংশ নেবেন সু চি। বৃহস্পতিবার পর্যন্ত শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলায় পূর্ণাঙ্গ শুনানির আগে রোহিঙ্গাদের সুরক্ষায় ব্যবস্থা নিতে জাতিসংঘের ১৬ সদস্যের বিচারক প্যানেলের প্রতি আহ্বান জানাবে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গত নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে’তে মামলা করে দেশটি।

এই মামলার প্রেক্ষিতে নিজের দেশের অবস্থান তুলে ধরতে নেদারল্যান্ডসে গেছেন সু চি। শুনানিতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের বিরুদ্ধে মিয়ানমারের পক্ষ সমর্থন করবেন তিনি।