প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ”এডভান্স টিচিং এন্ড লার্নিং” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্সটিটিউশন কোয়ালিটি আ্যাশিউরেন্স সেল (আইকিইউসি)’র উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ময়মনসিংহ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমান চট্রগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি এর ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
আইকিইউসি’র কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আইকিউইসি’র অতিরিক্ত পরিচালক এএসএম সাইফুর রহমান সহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অধ্যাপক মোহীত উল আলম উচ্চ শিক্ষা, শিক্ষারমান উন্নতকরণ, গবেষণার গুরুত্ব ও প্রভাব, শিক্ষাথর্ীদের মধ্যে শক্তিশালী বন্ধন স্থাপনের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজেরার অধ্যাপক আব্দুল হামিদ অংশগ্রহণকারীদেরকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের ডিন ড. জাকির হোসেন অংশগ্রহণকারীদের সামনে কর্মশালার মূল বক্তার পরিচয় তুলে ধরেন।।