লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানে ৩ বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কলাউজান মহাজন বাড়ি সংলগ্ন সেন পাড়ায় এই ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ৫ পরিবার ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো রাজ বিহারীর পুত্র তাপস দাশ, লাতু দাশ এবং ভান্ডা সেনের পুত্র শংকর সেন।
সরজমিন পরিদর্শনে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল দাশের গোয়ল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনেরর সুত্রপাত হওয়ার সাথে মুহুর্তের মধ্যে আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনারদিন গোয়াল ঘরে কাঁচা ঘাসে আগুন দিয়েছিল শ্যামল দাশ।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা কোন মালামাল রক্ষা করতে পারেনি।
স্থানীয় নিবাস দাশ সাগর বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হতদরিদ্র। তাদের বসতবাড়িটিই ছিল শেষ সম্বল।
ঘটনার খবর পেয়ে করেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই অজয় দেব শীল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি আরো বলেন এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বর্তমানে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।