কুতুবদিয়া প্রতিনিধিঃ
কুতুবদিয়ায় ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ শুরু হয়েছে। ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন মাঠে ৩দিন ব্যাপি এ মেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলী, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, কৃষি কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ মইন উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, কুতুবদিয়া সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুচ্ছাফা, প্রভাষক (রসায়ন) মোতাহেরা বেগম, প্রভাষক (পদার্থ বিজ্ঞান) সমীর কান্তি দাশ, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ভৌত বিজ্ঞান) শওকত আজম।

কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে আলোচনা করেন।

মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে। এছাড়াও শিক্ষাথর্ীদের অংশগ্রহণে রয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতা এবং আলোচনা সভা। মেলাটি আজ (৫ ডিসেম্বর) থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।