চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ৩য় অর্ধবর্ষের মেধাবী ছাত্র, কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যার বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরীর নাতি মোশারফ হোসেন চৌধুরীকে গত ২৬শে নভেম্বর টেরীবাজারের সামনে গুটি কয়েক অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক অপহরণের চেষ্টা, মারধর ও ছিনতাই এর প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
৪ঠা ডিসেম্বর নগরীর আন্দরকিল্লা কে সি দে রোডস্থ বিশ্ববিদ্যালয় সম্মুখে এই মানববন্ধন দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। সাজ্জাদুল ইইসলাম সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মো: নিশাত, আজম আলী, জুয়েল, শান্তুনু দত্ত, নোমান বিন খুরশিদ,তাসিমিল ইসলাম,নাজমুল আনোয়ার রাব্বী, আবু মোহায়মিন, মহিউদ্দিন রাজু,আতিফুর রহমান জেরি, অরণ, রনি দাশ, রবিন, আকাশ, রিফাত, শাকিল, পিয়াস সহ বিশ্ববিদ্যালয়য়ের আইন বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী বৃন্ধ।
মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে প্রশাসনের নিকট বিচারের দাবী জানান।