মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রেলাইনের জন্য জমি অধিগ্রহনের ক্ষতিপূরণ বাবদ একদিনে ১৯ কোটি টাকার ৮০ টি এলএ চেক বিতরন করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে মঙ্গলবার ৩ ডিসেম্বর জেলা মোঃ কামাল হোসেন ক্ষতিগ্রস্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই চেক গুলো বিতরণ করেন।

এসময় যেকোন প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ জমির ক্ষতিপূরণ প্রাপ্তির প্রক্রিয়াতে কোন ধরনের দুর্নীতি ও অনিয়ম, টাউট, বাটপার ও দালালদের দৌরাত্ম্য কোন অবস্থাতেই সহ্য করা হবেনা বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন হুশিয়ারি দেন। কেউ কোন দুর্নীতি ও গ্রাহককেরা হয়রানি স্বীকার হলে, সেবা পেতে বিড়ম্বনার সম্মুখীন হলে সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ তিনি জানান। এলএ চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উপসচিব) আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।