লোহাগাড়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার টেকনাফের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: ইলিয়াছ (৩৭) কে ১২শ পিস ইয়াবাসহ লোহাগাড়ায় আটক করেছে চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে টেকনাফের সাবরাং মন্ডল পাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিনের নেতেৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া তেওয়ারীহাট এলাকা হতে চট্টগ্রাম মূখি বাস থামিয়ে তাকে আটক করেন।

জানা যায়, লোহাগাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) ধারায় দফা (খ) লঙ্গনের ধায়ে একই ধারা ৩৬ (১) এর সরণির ১০ (ক) ধারায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (খ) সার্কেলের উপ-পরিদর্শক মো: মোজাম্মেল হক বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা রুজু দায়ের করেন। মামলা নং-৪।

চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচার করার সময় লোহাগাড়ার পদুয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী বাস থামিয়ে দেহ তল্লাসী চালিয়ে ১২শ পিস ইয়াবাসহ আটক করে থানা এজেহার দায়ের করে থানায় সোপার্দ করি।