প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের অধীনে ৩ মাস ব্যাপী ডিপ্লোমা কোর্সে এ ভর্তি শুরু হয়ছে। উক্ত কোর্সে শুধু মাত্র ২৫ জন নেয়া হবে প্রতি কোর্স এর জন্য।
প্রোগ্রাম গুলো হলো
১. আন্তর্জাতিক শরনার্থী রক্ষণ এর উপর ডিপ্লোমা কোর্স(Dip loma on International Refugee Protection)
২.আন্তর্জাতিক মানবাধিকার আইন এর উপর ডিপ্লোমা ( Diploma on International Human Rights)
ভর্তির যোগ্যতাঃ ১.স্নাতক ডিগ্রী যকোন বিষয়ে এবং ২.বিশেষ ক্ষেত্রে যাদের রোহিঙ্গা সম্পর্কিত যথাযথ প্রফেশনাল অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য সর্বনিম্ন উচ্চমাধ্যমিক ও সমমান।
কোর্স ফিঃ ১০,০০০/-
ফরম ফিঃ ৫০০/-
যদি কোন ভর্তি ইচ্ছুক প্রার্থী দুটি কোর্সেই ভর্তি হয় তবে বিশেষ ছাড় রয়েছে। এছাড়াও ও সিবিআইইউ শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় রয়েছে।
আগমী ৭ ডিসেম্বর ভর্তির শেষ তারিখ।
ভর্তির ব্যাপারে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করুন।
এডমিশন অফিস কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।