শফিক আজাদ, উখিয়া:
নাইক্ষ্যংছড়ির রেজু গর্জনবনিয়া বিওপি সংলগ্ন এলাকায় ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি-বাঙ্গালী ৫শতাধিক হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি(সীপকস)। কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সীপকস এর সহ-সভানেত্রী মায়দাহ মাহমুদ, সাধারণ সম্পাদিকা সিফাত আক্তার কনা, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ, ভারপ্রাপ্ত সমন্বয়কারী অফিসার, সহকারি পরিচালক ইয়ার হোসেন, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ, কোম্পানী কমান্ডার সুবেদার সাজেদুল ইসলাম, সুবেদার মোশারফ হোসেন, নায়েক সুবেদার মুজিবুর রহমান, নায়েক সুবেদার শহিদুল ইসলাম, ঘুমধুম ৫নং ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডে সদস্য বাবুল কান্তি চাকমা, ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপেন্দ্র লাল কারবারি, রেজুগর্জনবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ হামজা ঘুমধুম বিভিন্ন বিওপির বিজিবি সদস্যবৃন্দ।