ওমর ফারুক হিরু :

জন্মদিন মানের হ্যাপি বার্ড ডে বলতে বলতে কেক কাটা। নানা রকম খাবারের আয়োজন। সাজসজ্জা। অতীতিদের উপহার সহ আরো কত কি?

কিন্তু ভিন্ন এক জন্মদিন পালন হল মিফতাহুল জান্নাত রাইদার। এক বছর পূর্ন হওয়া রাইদার জন্মদিনে শহরের ১০০ সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ ও খাবারের (বিরানী) আয়োজন করা হয়েছে।

রোববার দুপুরে শহরের শহিদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরী) রাইদা‘র জন্মদিন উপলক্ষে এই আয়োজন করে শহরের ছিন্নমূল পথশিশুদের কল্যানমূলক সংগঠন ‘নতুন জীবন‘। এতে নতুন জীবন এর ১০০ শিশু অংশগ্রহণ করে। এই জন্মদিন উপলক্ষে শিশুরা নেচে-গেয়ে আনন্দে মেতে ছিল।

মেয়ের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের খাওয়া ও শীতবস্ত্র দিতে পেরে খুবই আনন্দিত রাইদার বাবা আদনানুল ইসলাম ও মাতা আকিফা হেলালী ইফতি।

নতুন জীবন সংগঠনের সাধারণ সদস্য ও রাইদার বাবা আদনানুল ইসলাম জানান, আমাদের মেয়ের জন্মদিনে সুবধাবঞ্চিত শিশুদের খাবার ও শীতবস্ত্র দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এতে বেড়ে উঠা শিশুদের মনেও তৈরী হবে মানবিক চেতনা। পাশাপাশি গতানুগতিক ধ্যান ধারনা পাল্টে জয় হবে মানবতার। প্রত্যাশা থাকবে এই চর্চা যেন সবার মাঝে বিরাজমান থাকে।