মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার সামাজিক, অর্থনৈতিক, অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়নে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, রূপকল্প ২০২১, রূপকল্প ২০৪১, ৭ম পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতি রেখে প্রণীতব্য District Development Plan (জেলা উন্নয়ন পরিকল্পনা) গ্রহন করা হবে। কক্সবাজার জেলা প্রশাসন ও জাতি সংঘের যৌথ উদ্দ্যোগে কক্সবাজার জেলার জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনা District Development Plan (DDP) প্রণয়নের ব্রিফিং ওয়ার্কশপের উদ্বোধনী সেশনে সভাপতির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ পরিকল্পনার কথা বলেন।

শহরের লংবীচ হোটেলে রোববার ১ ডিসেম্বর অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।