মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা জজশীপের নিয়ন্ত্রনাধীন আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সমুহে আগামী ২ ডিসেম্বর সোমবার থেকে আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বার্ষিক অবকাশ চলবে। তবে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিয়ন্ত্রনাধীন আদালত সমুহ ঐ সময়ে খোলা থাকবে ও নিয়মিত বিচারকার্য চলবে। বিষয়টি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন সিবিএন-কে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবকাশকালীন জরুরী বিষয় সমুহ নিয়ে বিচারকার্য পরিচালনার জন্য চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) জান্নাতুল ফেরদৌস’কে অবকাশকালীন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। বিচার বিভাগ থেকে এক আদেশে এ নিয়োগ প্রদান করা হয় বলে প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন সিবিএন-কে জানিয়েছেন। তিনি আগামী ৯, ১০, ১১, ১২, ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে জরুরী মামলা সমুহ শুনানি করবেন।