মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দেশের আর্থ সামজিক উন্নয়নে সর্বস্থরে নারীদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। সরকারের এসডিজি অর্জনে সর্বক্ষেত্রে নারীদের অংশীদারত্বের মাধ্যমে সফলতা নিশ্চিত হবে।

শনিবার ৩০ নভেম্বর সকালে কক্সবাজারের লাবণী বীচ পয়েন্টে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে নারীর প্রতি সহিংসতা বিরোধী ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সূচনালগ্নে এক বর্ণাঢ্য Walkathon এর শুরুতে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ কথা বলেন।

উদ্বোধনী বক্তৃতায় সকল পর্যায়ে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অপরিহার্যতা তুলে ধরেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস.এম সরওয়ার কামাল, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) বাবুল চন্দ্র বণিক, এডভোকেট রেজাউল করিম রেজা, এম. মোকতার আহমদ, মসউদুর রহমান মাসুদ, নজরুল ইসলাম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। Walkathon টি লাবনী জেলা প্রশাসনের উম্মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে হোটেল মোটেল জোন এলাকা সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।