আবুল কালাম,চট্রগ্রাম:
বন্দরনগরী চট্টগ্রামের আকবরশাহ থানার সিটি গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্টে ঢাকা ঘামি একটি বাসে অভিযান পরিচালনা করে ১৯ ভরি ওজনের সোনার বার সহ এক ভারতীয় নাগরিক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতের নাম হলো রণজিৎ আচার্য্য (৩২)

আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেন, ‘রণজিৎ ভারতের কলকাতার হাওড়ার বেলী থানার নেতাজী নগর এলাকার বাসিন্দা রায় মোহন আচার্য্যের ছেলে। চট্টগ্রাম থেকে বাসে চড়ে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি সিটি গেট এলাকায় এলে পুলিশের চেকপোস্ট দেখে তিনি বাস থেকে নেমে যান। পরে পায়ে হেঁটে পার হতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়।

আটক করে তার দেহ তল্লাশির পর ১৯ ভরি ওজনের দুটি সোনার বার পাওয়া যায়। তার কাছে একটি ভারতীয় পাসপোর্ট, নগদ ২ হাজার রুপি ও ৩ হাজার টাকা পাওয়া গেছ। এ ঘটনায় সোনা চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘রণজিৎ প্রায় বাংলাদেশে আসতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে অবৈধ সোনার বার চোরাচালানের মাধ্যমে নিজ দেশে নিয়ে সেখানে ব্যবসা করতেন। এর আগে রণজিৎ বেশ কয়েকবার অবৈধ সোনার বার ভারতে নিয়ে গিয়েছিলেন।