বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত সদর, কক্সবাজার
অপর মামলা নং-৩০০/২০১৯ইং
মোঃ শাহজাহান আনছারী-বাদী
বনাম
জামান প্রপার্টিজ ডেভেলপমেন্ট এর পক্ষে হোটেল জামান সী হাইটস মালিক মোঃ ওয়াহিদুজজামান-বিবাদী।
উল্লেখিত মামলার গত ২৭/১১/২০১৯ইং তারিখ মাননীয় আদালতের আদেশমূলে
নালিশী তফসিল সংক্রান্তে স্থিতাবস্থা (অস্থায়ী নিষেধাজ্ঞা) বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।
তপশীল:- ১নং তপশীল
জেলা-কক্সবাজার, থানা-কক্সবাজার সদর, পৌর এলাকা, মৌজা-ঝিলংজা, জেএল নং-১৭, আর.এস ৯১০৫, ৫৪৬, ৯০৪১, ৯০৯০ ও ২৭৬ নং দাগাদির আন্দর সামিল মূল বি.এস, ৬নং খতিয়ানের ও সাবেক নামজারী বি.এস, ৩৮১০ ও ৪৬৯৬ নং খতিয়ানাদির ও সর্বশেষ নামজারী বি.এস ৬৭১৮ নং খতিয়ানের বি.এস ২০১৫৭, ২০১৫৭/২৮৪৫০, ২০১৫৭/২৯৮২২ দাগাদির আন্দর সামিল গণপূর্ত অধিদপ্তর কক্সবাজার সমুদ্র সৈকত আবাসিক এলাকার সি ব্লকের ১৫ (বি) ও ১৬নং প্লটের ০.২০৬৫ একর বা ১২.৫০ কাঠা জমিতে নির্মিত জামান সী হাইটস নামক ও তলা বিশিষ্ট ৭০টি সোয়ীট সমেত যাবতীয় গাড়ি পার্কিং ইত্যাদি সুযোগ সুবিধা সহ ভাড়ায় লাগিয়তকৃত।